⌘ ফ্রেম বন্দি বৃষ্টি ⌘



              🔰সাত্যকি🔹উত্তর ২৪ পরগণা🔹

🔵মেঘ জন্ম রোজ ফিরে ফিরে আসে
হাতে হাত পায়ে পা রেখে
উসখুস করে
আমরাই চিনে নিতে ভুল করি

আমরা এখন আর মেঘ চাই না
এখন সরাসরি বৃষ্টির কথা ভাবি
তাকে পেড়ে এনে বারান্দায় বসাই
জানলায় ঝুলিয়ে রাখি
তারপর লোক ডাকি হাঁ হাঁ করে আসে
আমরা প্রশংসা কুড়িয়ে দেরাজে তুলে রাখি

এখন আর মেঘ জন্মে  ফিরে যেতে চাই না
ভালবেসে বৃষ্টিকে ফ্রেমে আটকে রাখি । 

0 Comments