🔰তারাশংকর চক্রবর্তী 🔹বাঁকুড়া 🔹
🔵বৃষ্টির সূচি ঘোষিত হয়েছে
ভরা আষাঢ়ের মেঘে
ঘাটে বসে তাই পড়ছে পথিক
মনে মনে উদ্বেগে !
ব্যাঙেদের গীতি প্রথমেই আছে
সমবেত লাখো কণ্ঠে
ন্যাংটো পুচুরা ভিজবেই নেচে
পাড়ার নন্টে ফন্টে !
শনফুলে মৌমাছিদের ওড়া
ব্যস্ত ডানায় থাকবেই
"বসে আঁকো" প্রতিযোগিতার ভিড়ে
বাচ্চারা চ্যাঙ আঁকবেই ।
ব্যাঙ ব্যাঙাচির হ্যাংলামি কিছু
তালিকায় আছে ধরা
যদি ঠিক মত না ঝরে ঝোরা
ঘোষিত হবেই খরা !
মাখবেই কাদা স্কুলের শিশুরা
ভোলানাথ রমা বিশুরা
রেবেকা রহিম রমানাথ প্রিয়া
যোশেফ ডালিম যীশুরা ।
কবিদের কথা না লিখে চলেনা
ওটা তো লিখতে হবেই
ছন্দে গন্ধে জুঁইফুলি বেলা
প্রজাপতি কথা কবেই !
টুকটাক কিছু অঘটন যা
ঘটবেই ভরা প্লাবনেই
সে ক্ষতির মতি পুশিয়ে দেবেই
বাইশের ভরা শ্রাবণেই ।
0 Comments