📌 মোনালিসা নায়েক🔹আরামবাগ🔹
🔰 অমাবস্যার অন্ধকারে নিস্তব্ধ ভুবন
নক্ষত্র বিছানায়
তখন অব্যক্ত কথারা ঘাম হয়ে ফুটে ওঠে,দেওয়াল ঘড়ির স্পন্দন প্রানের শিকড়ে,
স্মৃতিকোষে জমে থাকা বিষাদী ছাপ–
আঁধার ঘনিয়ে নির্জনতায় মন্দবাসা
কক্ষপথ বদলে গভীর প্রত্যয়ে নবসম্ভাবনার সামিয়ানায়।
পরিযায়ী পাখিরা মেঘমুলুকে পাড়ি দেয়
মেঘ না ছুঁয়েই
আত্মিক বন্ধনীতে তবুও তারা আবদ্ধ,
সঙ্গমসুখের নেশাতুর কাহিনী থাক না-
অপরিচিত শব্দের বিন্যাসে সাজিয়ে রাখি সম্পর্ক।
1 Comments
খুব ভালো হয়েছে। একটি যথার্থ কবিতা।
উত্তরমুছুন