๑ শিক্ষক ๑




              𒄶 হীরক বন্দ্যোপাধ্যায়🔸দুর্গাপুর🔸


আমি না মারলেও সে আমাকে মেরে ফেলবে স‍্যার...
ছাত্রের কথায় আতঙ্ক,চোখে মুখে উদ্বেগ
মাষ্টারমশায়ের--

কথাটা কতটা সত্যি তার চেয়ে বেশী কেউ জানে না, 
শৌর্য বীর্য কোনো ব‍্যাপার না
শুধু এক ভয়াল অনিবার্যতা মনে পড়ে গেল
বাম হাতে পুজো দিতে বাধ‍্য হয়েছিলেন
চাদ সদাগর,হরিশচন্দ্র শৈব‍্যার ঘটনা সকলের জানা
কোনো এক বিশেষ মুহূর্তে কবি প্রণবেন্দু দাশগুপ্ত বলতে বাধ্য হয়েছিলেন--
একজন কবি যখন নিচু হয়ে জুতোর ফিতে বাধেন তখনও তিনি কবি...
কীভাবে কথা শুরু করবেন
বুঝতে পারছিলেন না সেই মাষ্টারমশাই
ছাত্রটির মাথায় হাত রেখে বলেছিলেন
সারাজীবন অধ‍্যয়ন আর অধ‍্যাপনা করে
যা পারিনি বুঝতে
তুমি তাই আজ আমায় বোঝালে
আজ থেকে তুমিই আমার গুরু,আমার শিক্ষক
তারপর বিড়বিড় করতে করতে
চলে গেলেন ক্লাসের বাইরে
বাতাস বলল কে যে ঠিক কখন কার শিক্ষক
হয়ে যায় এই সত্য এখনও অনির্ণেয়...

0 Comments