📚 দেবনাথ সুকান্ত🔹দুর্গাপুর🔹
১
একটি ক্ষণকাল
একটি চৈতন্যের সাঁকো
একটি আজীবন বন্দিশালা
আর একটি আত্মহত্যার অধিকার
তলানি থেকে গভীরতা পর্যন্ত এভাবেই লিখে
আমি এগিয়ে যাচ্ছি
আর যার কোনো সীমারেখা নেই
সে আমার সাইকেলের চাকায় পরিণত হয়েছে
প্রাগৈতিহাসিক সত্যের কাছে মুখ বেঁধে দাঁড়িয়েছে
খানিকটা স্বগতোক্তি
এই তবে শেষ দ্যাখা হল নাকি
ঘূর্ণায়মান সিঁড়ির একদিকে যখন তুমি উঠে যাচ্ছ
আর অন্য দিকে আমি নামছি
বড় কঠিন ছিল আমার মায়ের জীবন
সেই সতেরো থেকে শেষ পর্যন্ত আমি তাকে...
আমি কি আমরা কেউই তাকে শান্তি দিতে পারিনি বলে একদিন
ডট ডট ডট
.
.
.
.
.
.
.
.
.
২
গন্তব্যহীনতায় মরে যেতে যেতে একদিন
এক একমুখী আলো
আমার কাছে জল চেয়েছিল
আমি তার প্রতিফলনের কাছে একটি নীল জ্যোৎস্নার ছবি রেখে বলেছি
ঈশ্বরহীনতায় যখন সঙ্গম থেকে ঝরে যাবে প্রেম
সমাধি ফলকের গায়ে যে শব্দ লিখবে তুমি
দেখো তার আত্মা অসহ্য যন্ত্রণায় কাঁপছে
প্রেমিক হারিয়ে ফেলেছে তার ঘরের চাবি
মদ একটু একটু করে এগিয়ে যাচ্ছে আগুণের দিকে
না কিছুতেই ত্যাজ্য বলে স্বীকার করিনা দেহ
সুখ আর দুঃখের মাঝে যখন একটি মাত্র রেখা এসে দাঁড়িয়েছে
ভাবছি অন্তত মুখোমুখি যৌনতাটুকু থাকবে তো
1 Comments
না কিছুতেই ত্যাজ্য বলে স্বীকার করিনা দেহ... অন্য রকম সুকান্ত এই লেখাগুলোয় । পড়ছি ।
উত্তরমুছুন