» গন্তব্য «



       🔰 চন্দন কুমার  কুণ্ডু🔹তেঁতুলমুড়ি, বাঁকুড়া🔹


🔵 রোদে,গরমে আর অনাহারে বাচ্চাটাও কাঁদতে ভুলে গিয়েছিল। হাঁটতে হাঁটতে হাঁটতে মায়ের দুটো পা বড় বড় ফোসকায় ফুলে উঠেছিল। খাবার ফুরায়,জল ফুরায়, রাস্তা ফুরায় না। দিন শেষ হয়,রাত পার হয় আশা ফুরায় না। পৌঁছাতেই হবে গন্তব্যে। এক হাতে বস্তা অন্যহাতে বাচ্চাটার হাত;দাবানলের হাত থেকে বাঁচতে চাওয়া হরিণীর মত। বাচ্চাটাও কাঁদতে ভুলে গেল মাকে দেখে;ভুলে গেল মায়ের বুকের দুধ খেতে। ঠিক সময় মাকে পৌঁছাতে হবে গন্তব্যস্থলে।

কিন্তু হেঁটে তো পৌঁছান যাবে না। সময় যে নেই। খবর পেল শ্রমিক স্পেশাল চালু হয়েছে। যা দ্রুত পৌঁছে দেবে গন্তব্যে। মা ছেলের হাত ধরে চলে এল স্টেশনে। ট্রেন এল না। সময় শেষ হল। মা পৌঁছে গেল গন্তব্যে,ছেলে পড়ে রইল। মায়ের মুখের ঢাকাটা সরিয়ে দিয়ে দুনিয়াকে মায়ের গন্তব্যে পৌঁছানোর সংবাদ জানিয়ে দিল সে ।
             -----------------------------------------------

0 Comments