ঝুটন দত্ত🔸ময়মনসিংহ, বাংলাদেশ🔸
আমাদের বাড়ি কাছে যে নদী-
ছেলেবেলা থেকে জানি তার নাম ধলাই,
নদী দেখতে আসলে যেমন হয়,আমাদের ধলাই তেমন নয়;
লোকেরা এটাকে খাল বলবে আমরা নদী বলে ডাকি।
এই ধলাই তীরে আমাদের
পূর্বপুরুষের শ্মশান ঘাট,
মাঝে মাঝে আমি নদী আর শশ্মানের পাশে বসি
পৃথিবীর সবচেয়ে সুশীতল বাতাস তখন আমার শরীরে বয়।
বরষার মৌসুমে একদিন আমি কাঁদতে গিয়ে দেখি- আমাদের ধলাই এ জল নেই!
অথচ,মা বলছে প্রচণ্ড বৃষ্টির দিন
শ্রাবণের মাসে আমার জন্ম !
তখন ধলাইয়ের জল আমাদের বাড়ির উঠোন দূরত্বে
0 Comments