সমাজ বসুর কবিতা



কাক

কাকেরা উড়ে আসে--
আবর্জনা খুঁটে খায়-- এভাবেই স্বচ্ছ অভিযানের এক নির্বাক সদস্যের ঠোঁট তুলে নেয়--
এক একটা বর্জ্য পদার্থ দিনের শুরুতেই,
কোন বিজ্ঞাপন ছাড়াই পরিবেশ মুড়ে দেয় স্বচ্ছতায়।
অথচ--
চারপাশে আবর্জনার চেয়েও ভয়ানক অবক্ষয়,স্খলন কিংবা তঞ্চকতা কত অনায়াস এড়িয়ে যায় মানুষ--
মানুষ কথা বলে---
হাসে, ঘুরে বেড়ায়-- কখনও ভুলেও একটা কাক হতে পারে না।

কাক.....

         কবি সমাজ বসু
    ৫৬এ, মিলন পার্ক, গড়িয়া, কলকাতা 





0 Comments