
কারা যেন আসে
মাঝেমাঝেই কারা যেন এসে রক্তে বিষ ঢেলে
চলে যায়
আমি সারারাত ছটফট করি।
দেখি আমার বিছানার পাশে দিয়ে বয়ে যাচ্ছে নদী
ভেসে যাচ্ছি ভেলার মতন।
মাঝেমাঝে কারা যেন এসে সারারাত মাথার ভিতর
অদ্ভুত রকমের শব্দ করে ।
করোটি খুলে দেখি অস্পষ্ট পায়ের ছাপ
সারারাত আমি পায়ের ছাপ দেখে আমার অতীত খুঁজি।
মাঝেমাঝে কারা যেন এসে
জোনাকির মত স্মৃতি উস্কে চলে যায়।
সারারাত আমি বিছানায় ছড়ানো কাঁটাগুলো এক এক করে সরাতে থাকি....
কবি সমর সুর
শ্যামা প্রসাদ পল্লী, রাণাঘাট, নদীয়া
0 Comments