মীরা মুখোপাধ্যায়ের কবিতা


কুন্ঠা

আমি  যে রাস্তা  ধরে হাঁটছি
সে রাস্তায়  আগেও হেঁটেছে বহু লোক।
এই যে গাছেরা প্রভাতফেরীর জন্য অপেক্ষা করছে
এরা দেখেছিল সেই সব মানুষের হেঁটে  যাওয়া।

মানুষেরা মনে রাখেনি
কিন্তু  যে সব গাছেরা  অপেক্ষা করছে আজ
তারা মনে রেখেছে।
তাদের দুঃখী কোটরে তুলে রেখেছে
মানুষের ফেলে যাওয়া কুঠার  ও হিংসার গল্প 

আমি  তাদের বলতে পারছিনা 
আমি কুঠার আনিনি
আমি তোমাদের কাছে  থাকতে এসেছিলাম 

কবি মীরা মুখোপাধ্যায়
তেলিপুকুর, ডাক শিমুরালী, নদীয়া




0 Comments