সুদীপ্ত বিশ্বাসের দুটি কবিতা


ফিরে এস

তদিন হল চলে গেছ,ফিরে এস প্লাবনের মত
একাকী বাউল দেখ হারিয়েছে পথ
বাঁকা পথ এলোমেলো 
কত গ্রাম কত শহরের শেষে 
ঘুমিয়ে পড়েছে ওই পথের ওপাশে।
আলতো আদরে তাকে দেখাও নিশান
আবার উঠুক জেগে, বাজুক সে গান

কতদিন হল চলে গেছ,ফিরে এস প্লাবনের মত

পুরুষ স্তনের মত নিতান্ত নিস্ফলা
এজীবনে এনে দাও সপুষ্পক স্মৃতি।
আমাকে নরম শান্তি দাও নারী, ধীরে খুব ধীরে
আমাকে শেখাও তুমি পরিমিতবোধ।
একাকী গাছকে তুমি শেখাও কিভাবে
স্পন্দন ঘর্ষণ শেষে উত্তেজনা পরিতৃপ্ত হয়।
সমুদ্রের মত নারী বহুধা বিস্তৃত,
নারী শুধু নদী নয়।

মহাজাগতিক যাযাবর

লোকবর্ষ পেরিয়ে উড়ে চলেছি 
আলোর চেয়েও জোরে

অনেক দূরে পড়ে রয়েছে 
ছোট্ট পৃথিবী আর বিবাদমান ধর্মগ্রন্থগুলো

পৃথিবীর সব ছেঁদো আইনের বই থেকে
খসে পড়ছে এক একটা পাতা

জাতপাত ভ্যানিস হয়ে গিয়েছে
সাদা কালো বলে আর কিছু নেই

সময়কে পাত্তা দিচ্ছি না
মুখ ভেংচে এলাম গ্রাভিটিকে

সামনে একটা রেড জায়েন্ট তারা
জিরিয়ে নিচ্ছি হীরের তৈরি একটি প্রাচীন গ্রহে

হঠাৎ মনে পড়ল মাটির পৃথিবীর স্মৃতি  
সবুজ গ্রামের মত তোমার নরম মুখ
টিনের চালে সেই রাতভোর বৃষ্টি

কবি সুদীপ্ত বিশ্বাস
রানাঘাট, নদীয়া, পশ্চিমবঙ্গ 


















0 Comments