ছিপ
সময়ের তীব্রতায় আত্মতুষ্টি ও মারণব্যাধি!
টগবগে নদী, লাস্যময়ী রুপ
মাছেদের উন্মাদনা, নেশা বিভোর নৃত্য
সারি সারি বক, মাছরাঙা
বঁড়শির ফাঁদ পেতে প্রহরগুনে।
নতুন স্রোতের পূণ্যস্নানে
ভাঙতে থাকে বংশ, পরিচয়, স্তম্ভ
দিশাহীন তবু, আত্মভোলা খেলায় মত্ত
ছিপের ডগায় লাফিয়ে দেখে
পৃথিবীটা ভীষণ বিষাক্ত !
চোখের জল
হৃদয় ফেটে চৌচির হলে
লাভা হয়ে অশ্রু ঝরে
নীরব যন্ত্রণার জলোচ্ছ্বাস
বুক ভাসিয়ে দুকূল ভাসায় ;
আর তুমি নৌকা বিহারে
জোছনার প্রেমে উন্মত্ত হয়ে
কৃষ্ণের বাঁশি বাজাও;
নোনাজল মিশতে থাকে ক্রমশ
নদী ছাড়িয়ে সাগর মহাসাগরে
অজানা গন্তব্যস্থল,শূন্য সীমানা
চোখের জলে জোছনার ঝিলিক
সবকিছু মায়া মায়া লাগে!
0 Comments