রোজানা
আমি রোজ দেখি।
রোজ দেখতে তোমার মত কোথায়!
কেমন নিস্পন্দিত, নিস্পলক চাউনি রোজকার রোজটার!
প্রশ্ন করে কেন চেয়ে থাক রোজ রোজ রোজের আশায়।
তবে রোজকার দিকে তাকিয়ে থাকতে মন্দ লাগে না!
ইদানীং মেঘাত্যয় রোজের গভীরেও যত্নে লালিত রোজকার যত্নশীলা জলের গুঁড়ো দেখতে পাই।
'তুমি আগে বাড়ি,এস,তারপর খাব,'কিংবা 'ঠান্ডা লাগিও না,'খুঁজে পাই আজও রোজ।ফেলে আসা রোজ মেঘের চেয়েও ভারিক্কে।
আজ,যে রোজ,সেই রোজ পূর্ণিমাতিথির।সাদা আলো ছেয়ে আছে হয়ত!
সে আলো আসেনি কাছ অব্দি!
ঈষৎ আঁধারে দাঁড়িয়ে আছি।
সাহস করে অনেকটা মরু উপত্যকা পেরিয়ে যে রোজ পাব,সে রোজ তোমার।
যেখানে আলো হয়ে থাকে রোজানা!
0 Comments