অলৌকিক অন্ধকার
আমি মাঝে মাঝে সঙ্গম করি পাখিদের সঙ্গে। অসংখ্য পক্ষী শাবক ঘিরে থাকে আমায়। এসব কি অপার্থিব?
আমি কি পাগল? আমার কি সাইকিয়াস্টিক
দেখানো উচিত?
আমি মাঝে মধ্যে সংসার করি ঘোড়ার সঙ্গে
তখন আমি ছুটতে থাকি দূরন্ত গতিতে।
যত গাছ আছে, আমি শুয়ে পড়ি তাদের পাশে
বন মাঝে, মরা চাঁদের বিছানায়।
এসব কি অলৌকিক? আমি কি পাগল?
পৃথিবীতে বাড়ছে অসুস্থ মানুষের সংখ্যা
কি আশ্চর্য! তারা লাল সিগন্যাল দেখে
পার হয় রাস্তা। রেশনের জন্য থাকে লাইনের
সারিতে। ওজনে কম দিলে তারা করে চিৎকার তারা কি অসুস্থ? তারা কি পাগল?
ঠিক ঠিক বুঝে উঠতে পারিনা সত্যটা কি?
অন্ধ পেঁচার মতো চুপচাপ বসে থাকি ছাদের
কার্নিশে।
0 Comments