সূর্য দত্ত'র কবিতা


অমৃত কথন

পুজো এসে গেল নীলাকাশ,কাশবনে
                          বোনাস অনিশ্চিত !

রুগ্নশিল্পের মতো দ্যাম্পত্য আমাদের 
                          স্বজন -বন্ধুরা বলে।
যে যা বলে বলুক---কথা তো অমৃত 
কৃষ্ণকীর্তনে সংসার সামলায়
                                 বোনাস নেই।

তাঁত-সিল্ক নাইবা জুটলো
ছাপা শাড়িতেই দেখাব,শহর।টাউন ঘুরে...

গড়িয়াহাট ফ্লাই-ওভারের নীচে 
এখনো কাঠকুটোর জ্বালে ভাত রাঁধে
আটপৌরে,দূর্গত্রিনাশিনী!

কবি সূর্য  দত্ত
মহাকালী তলা বাই লেন, বাঁশবেড়িয়া, হুগলী













0 Comments