
যাপনকথা
এত যে সাজাও কথা, শব্দের বিন্যাস
কোথায় যায় তারা সব, কোন লক্ষ্যে ?ছড়িয়ে রয়েছে যত কমা-কোলন-ড্যাশ্
তাদেরও মানে আছে, এই যা রক্ষে !
কোনখানে কাকে বসাও কাকে তুলে নাও
একা হাতে গড়ো রোজ শব্দ-প্রতিমা ;
কাউকে ভরিয়ে আবার কাকে যে ফিরিয়ে দাও
এও এক কারুকাজ -- সামাজিক সীমায়।
ভাঙা আর গড়ার কাজে মগ্ন থেকে থেকে
তবু কেন চলে যাও একা এক দ্বীপে ?নিজস্ব নির্জনটুকু একলা ফেলে রেখে
ফিরে এসো এইখানে রোদের সমীপে।
রোদ থাক এবং থাকুক খানিক বৃষ্টি
রোদে-জলে থাকুক এই নিদাঘ যাপন,কবিতায় কথায় শব্দে বাজুক সৃষ্টি
ব্যর্থতাও হয়ে থাক একান্ত আপন।
0 Comments