শিল্পতৃষ্ণা
লাবণ্যপ্রভা তুমি চলে গেলে
ঘরময় তীব্র ঘ্রাণ রেখে,
সেই গন্ধে জেগে থাকে বিনিন্দ্র
আমার কবিতারা-সারারাত!
ঘরময় পায়চারি করে
এক শিল্পছায়া
দীর্ঘাঙ্গী সুন্দর তুমি লাবণ্যপ্রভা
যেনো পিকাসোর আঁকা আশ্চর্য সুন্দর
নগ্ন নীল বিমূর্ততা।
নিভৃতে তোমার সঙ্গে মুগ্ধতায়
জেগে থাকে অস্থির শব্দেরা----
আসলে তুমি তুমি নও,
তোমার ঘ্রাণের সঙ্গে
তোমার প্রাণের সঙ্গে
জেগে থাকে কবিতার অগোছালো শব্দ-রাশি রাশি
আজ রাতে এই ঘরে
কবিতার বৃষ্টি হবে
ঘ্রাণে উন্মাতাল।
আনন্দের এই ঘ্রাণ ডেকে আনে
এই মধ্যরাতের স্মৃতি
আসলে তোমার সাথে আমার তো কোনো স্মৃতিই নেই,
আসলে কিসের ঘ্রাণ
কার শরীর ও চুলের ঘ্রাণে
মুগ্ধ হয়ে আছে শিল্পবোধ?
উত্তর খুঁজতে গিয়ে কিছুই মেলে না,
গাঢ় কুয়াশা কেবল।
জীবনানন্দের মতো আমারও
মনন জুড়ে শুধু ক্লান্তি আনে
কি এক বোধের কাছে
ধরা পড়ে যায়
শিল্পতৃষ্ণা ভরা মন
স্নায়ুর ভেতরে শুধু
অসহ্য সুন্দর মাথা কুটে মরে...।
কবি প্রেমাংশু শ্রাবণ
যশোর, বাংলাদেশ
0 Comments