সোমনাথ বেনিয়ার কবিতা


নিলাম 

এই তো হাত, মুক্ততল, বাতাসের খনি
শব্দ নেই, জেগে আছে রাশিচক্র
রোমকূপে কত আলোর কণিকা আত্মহত্যা করেছে
চোখের পাতায় আকাশের জলসত্র
কেউ এলে ইশারায় ভাসিয়ে দেবো দেওয়াল লিখন
ললাটের উপর ভরসা কম
চার আঙুলের দাগ রুগ্ন হয়েছে, ভঙ্গুর
আর কোনো ইচ্ছেসরণি নেই
যাতায়াতের পথে সাঁজোয়া ফুলের সারি কোথায়
উন্মুক্ত করতলে লোভের কালো দাগ
রক্তকণিকায় অবাধ‍্য চলাফেরা ইন্ধন জোগায়
মনে রাখার শাস্ত্র এককোষ জলে ডুবে আছে
ওখানে ছায়া আহ্নিক করবে
ঘুঙুর বাজলে কাজললতার সত্তা নিলামে ওঠে ...

কবি সোমনাথ বেনিয়া
নিমতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ






0 Comments