লক্ষ্মণ দাস ঠাকুরার কবিতা


পৃথিবী

তিন ভাগ জল।এক ভাগ স্থল। 
পৃথিবীকে ডুবিয়ে দিলাম,এবার সাঁতার কাটো। 
এপারে সীতার দুঃখগুলো ডুবন্ত শ্রীলঙ্কায়,
খুঁজে পাওয়া কি এতই সহজ?
আজ তোমাকেই দেখতে হবে-
হনুমানের লম্ফ ঝম্প বিস্তর। 
এক দিন স্বপ্ন দেখেছিলে
লবণাক্ত জলে বিষাক্ত দিনগুলো
হয়ে গেছে প্রবাল দ্বীপ। 
নিঃশব্দে বিকিয়ে যাওয়া মহাজনী ঋণ
শোধ করতে হবেনা কোনদিন। 
ডাঙ্গায় থাকবেনা বাঘ
শুনতেও হবে না হালুম হুলুম হুঙ্কার। 
কুমিরের পিঠে চড়ে পৌঁছে যাবে
নদীর উৎস অথবা মোহনায়। 
জলের উপরিতল চোখ মেলে দেখে
অত্যাচারী স্থলের অতল স্পর্শী স্পর্ধা
তলিয়ে যাচ্ছে, কেউ কোথাও নেই।

 কবি লক্ষ্মণ দাস ঠাকুরা
সুকান্তপল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান



0 Comments