বিমর্ষ সাগর ~জয়ীতা চ্যাটার্জী'র কবিতা


বিমর্ষ সাগর
জয়ীতা চ্যাটার্জী

তুই তো আমার দুঃখ ছায়া
উরণচন্ডী চাঁদের আলো
মাছের মতো সাগর মাখা
তুই তো আমার রুক্ষ চুলের পথের ধুলো
সবুজ মুখে ভাসছে যেন
ভাসছে যেন হিমগুলো সব ফেনার মতো
তুই তো আমার চোখের নীচের কালো ছায়া
ঠান্ডা হয়ে পুড়তে থাকা
অসম্ভবের সম্ভবেতে শীতের রাতের উষ্ণ হাওয়া
তুই তো আমার শুষ্ক চোখের নোনতা ছবি
শীত জমাট বাঁধা শরীর জুড়ে
অন্ধকারে বল না তুই আমার হবি
তুই তো আমার বুকের মাঝের খাঁ খাঁ দুপুর
ব্যাথায় ভরা অসুস্থ এক মস্ত জাহাজ
ডাক পিয়নের বাজতে থাকা একলা নূপুর
তুই তো আমার দরজাময় বাঁচতে থাকা রুপোর শিকল
নীল খামের ভেতর উপচে পরা বিষাদ যখন
বল না আমার বুকের থেকে পালিয়ে যাওয়া নীল গল্প হবি
শূন্য বুক শুষ্ক ঠোঁট কামড়ে ধরে একটু আধটু কষ্ট দিবি
তুই তো আমার এক চামচ ভরা নীল ঢেউয়ের মতো
বিষণ্ন এক জলের ভেতর এক সমুদ্র শরীর যেমন
তুই ও তো আমার কাছে দুঃখ তেমন।।

কবি জয়ীতা চ্যাটার্জী
নাগবাগান রোড, শ্যামনগর, পশ্চিমবঙ্গ














0 Comments