কবিতার বর্ণহীন মানুষেরা ~ নিমাই জানার কবিতা


কবিতার বর্ণহীন মানুষেরা
নিমাই জানা 

অমনোনীত কবিতাকে টেবিলের ওপর ডিসাকশানের জন্য রাখলাম

অয়েল পেইন্টিং এর চারা গাছ গুলো বেড়ে উঠছে তরতর করে
বেহালা বাদক আমার সব ইতিহাস জেনে নিয়েছে আনফ্রেন্ড কলে
নিশুতি চ্যাটিং করতেই আমার নাম ভেসে উঠল মৃত মানুষের পাশে , চোখটি কটকটে লাল

আমি কি তাহলে বারানসীর ঘাটে কাউকে  পোড়ালাম কাঠের অভাব সত্ত্বেও
অথচ গঙ্গার ঘাটের নিচে কেউ পা ঝুলিয়ে যক্ষা রোগের অস্থি নিমজ্জিত করল
অর্জুনগাছ আমাকে সান্তনা দেয়
এই তো দেখো কয়েক মিলিমিটার দূরে পান্থপাদক রোপণ করেছি জমাট মাংসপিন্ডের জন্য , ভুল করে যাকে সবাই বৃত্ত বলো

শিরাবিন্যাস গুলো কেমন যেন পাখির মতো উড়ছে
তুমি তার কাছে যাও সে তোমাকে নীলকন্ঠ পাখির একটি হেরো চেহারা দেবে
নিরক্ষীয় স্নানের মৃত সন্তানেরা এবরশানের সব গোপনীয়তা জানে
অগাধ প্রশ্ন বিচিত্রায় তুমি শুধু পাতাবাহার রোপন করেছ কচুরিপানার প্রবাহে
আমাকে কোনদিন একটি বিষের বোতল দাও নি

যাকে ভুল করে খেয়ে শান্ত হয়ে যায় সকল প্রাণী অথবা পুনর্জীবন ঘটে নিরাময় সদনে
তিন ফুট দরজার কাছে সবাই বর্ণহীন 

কবি নিমাই জানা
রুইনান, সবং, পশ্চিম মেদিনীপুর














1 Comments