অনাবৃষ্টি
সৌমিত্র চট্টোপাধ্যায়
মিথ্যে খরায় শেষ
কবর থেকে উঠে আসা জীবন
এইটুকু আশা
বৃশ্চিকের তাপে গলে যায়,
বর্ষার জল দেখেনি উত্তরণ
শোনেনি হংসধ্বনি স্বচ্ছ জলাশয়
স্পর্ধা ছিল না অভিমানে
নরকের পথ অবনত
বাষ্পজালে ঘেরা আকুতির কাছে,
পৃথিবীর থেকে জলীয় দূরত্বে
মাটির উপরে থেমে থাকা পূর্ণদৈর্ঘ্যের ছায়া
অনাবৃষ্টির প্রথাগত আয়নায়
মেঘবৃষ্টির পক্ষ বিনিময়...
0 Comments