জীবিতের সন্ত্রাস ~ মীরা মুখোপাধ্যায়ের কবিতা


জীবিতের সন্ত্রাস
মীরা মুখোপাধ্যায় 

একটি বিছানা খুব এলোমেলো,আলগোছে পাতা 
বিছানায় শুয়ে আছে একজন জীবিত ও
অন্যজন কিছুপূর্বে মৃত 

মৃত লোকটির নাম ধরা যাক এক্স
অঙ্কের নিয়ম মেনে জীবিত ওয়াই।
বিছানার সামান্য জায়গা জুড়ে মৃত এক্স
জীবিত ওয়াই ঠেলতে ঠেলতে তাকে
অবশেষে নীচে ফেলে দিল 

মৃতদের জন্য কোন স্থান নেই
মনের ভিতর গড়ে তোলা সমস্ত মিনার 
ভেঙে পড়ে কিছুদিন পরই
জীবিতের প্রবল সন্ত্রাসে

ভঙ্গুর বিষাদ জুড়ে বৃষ্টি নামে
সার্সিতে আছড়ে পড়ে মেঘ।
একমাত্র প্রেমিকের মুখ
বহু চেষ্টার পরও অসম্ভব আবছা হয়ে আছে

কবি মীরা মুখোপাধ্যায়
তেলিপুকুর, ডাক শিমুরালী, নদীয়া


















1 Comments