চিতা জ্বলছে ব'লে ~ বিমল মণ্ডলের কবিতা


চিতা জ্বলছে ব'লে
বিমল মণ্ডল 

চিতা জ্বলছে ব'লে শ্মশানের ঘর খোলা
যে ঘরের জানালা দিয়ে বাতাসে ভেসে আসে
ছাই আর ধোঁয়া 
সমস্ত চেতনার দুঃখরোগ সেরে যায় 
চিতা জ্বলছে ব'লে শ্মশান দরজার 
এক,দুই,তিন... সহস্রাধিক নম্বর লেখা লাইনের ভীড়ে শাদা কাপড়ে মোড়া রোল শরীর 
কেউ কাঁদছে শোকে,দুঃখে শেষতম অভিজ্ঞতায়
ভেজা কাঠে বীরত্বের ছায়া যা পাকা তরবুজের শিখার উজ্জ্বল এই দশক
ক্রমশ ফাটছে শ্মশান ঘরের ভেতর অস্থি ও মজ্জা 
জ্বলে যাচ্ছে আগুনের বাতিঘর টাওয়ারের চূড়া 
সময়ের শেষ পরিণাম
চিতা জ্বলছে ব'লে লম্বা লাইনের বিস্তৃত পরিধি 
যা পুড়ে যায় সর্বভুক সূর্যের চাহুনিতে
যা স্বজন হারানো সংসার দিনে দিনে পুড়ে যায়
ক্রমশ রাত পাহারায় 
শ্মশান দরজার শিকলে মুখোশের বিবর্ণমুখ 
অতিকায় অভিজ্ঞতার সমাপ্তিরেখা 
সারি সারি চিতায় রাত্রি ভারি হয়ে নামে

চিতা জ্বলছে ব'লে  
সাদা পোশাকে নকশা রোলিং শরীর 
জেনে যায় বয়সের অনুপাত 
হঠাৎ জেগে ওঠে শ্মশান অন্ধকার 
মেঘের শরীর ঢেকে গেলেও 
রাতের পর রাত আরও ভীড় জমে
যা এখনও-
চিতা জ্বলছে ব'লে... 

কবি বিমল মণ্ডল 
                 কাঁথি, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ 





















0 Comments