হারামি ~ সোমনাথ বেনিয়ার অণুগল্প


হারামি 
সোমনাথ বেনিয়া 

অজয় আর রাজু দুই বন্ধু। এক‌ই কারখানায় কাজ করে। দিনের শেষে রেললাইনের ধারে সাইডিঙে চুল্লুর দোকানে ঢোকে সারাদিনের ক্লান্তি দূর করতে। তা অনেকেই ঢোকে। দোষের কিছু নেই। কিন্তু রাজু চুল্লুর গেলাসে একঢোক করে দেয় আর মোবাইলের দিকে তাকিয়ে গালাগালি দেয়। আবার একঢোক দেয় আর মোবাইলের দিকে তাকিয়ে গালাগালি করে। অজয় দীর্ঘদিন এই বিষয়টা খেয়াল করেছে কিন্তু কোনোদিন কিছু জিজ্ঞাসা করেনি এইভেবে যে পেটে মাল পড়লে অনেকে ভুলভাল বকে। তার উপর তারকাটা বলে তার কিছুটা দুর্নাম আছে। কিন্তু কৌতূহল মানুষ কতদিন চেপে রাখতে পারে। তার উপর তারা দু-জনে ভালো বন্ধু।
     
একদিন চুল্লু খেতে-খেতে অজয় রাজুকে জিজ্ঞাসা করে, "তুই চুল্লু খেতে-খেতে মোবাইল খুলে কাকে এত গালাগালি দিস। কার উপর তোর এত রাগ।" রাজু একঢোক মেরে বলে, "তুই নিজেই ছবিটা দেখে নে!" অজয় মোবাইলের দিকে তাকিয়ে অবাক।এ তো তাদের মালিক। রাজু বলে,"মালিককে তো আর মারতে পারবো না। তাই তার ছবিকে গালাগালি দিয়ে আশ মেটাই।"দু-দিকের কারণ অবশ্য অজয় জানে...

সাহিত্যিক সোমনাথ বেনিয়া
নিমতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ












0 Comments