তুমি আছো,কোথাও যাওনি ~ মীরা মুখোপাধ্যায়ের কবিতা


তুমি আছো, কোথাও যাওনি
মীরা মুখোপাধ্যায় 

কাউকে বিরক্ত করতে মন চাইছেনা তবু ,
জ্যোৎস্নাপক্ষ ধরে এই যে 
আঙ্গুল ছুঁয়ে থাকা একলব্যের মতো এতোদিন 
তারপর হঠাৎই  অতলস্পর্শী খাদ !

কেন যে সরিয়ে নিলে হাত...
কেউ কোনো উত্তর দিলনা

এখনও হাতের ছোঁয়া লেগে আছে হাতে
"এভাবে অ লেখো" বলা বলিষ্ঠ কথাটি কানে বাজে

নদীটি লিথিই হোক বা বৈ -তরণী
ওপারে পৌঁছেও তুমি আমি ঠিক জানি
ভুলবেনা বাংলাভাষাটি,
স্বভাবসিদ্ধ হেসে ছুঁয়ে দেবে হাত
প্রচার না পাওয়া সব অনামী কবির
কোথাও যাওনি তুমি, যেতেই পারোনা...

কবি মীরা মুখোপাধ্যায়
তেলিপুকুর, ডাক শিমুরালী, নদীয়া















1 Comments