উফ্ আর পারি না !
ল্যাপটপে গোঁজা মাথাটায়
মেমোরি প্রায় ফুল,
অফিসের ওয়ার্ড ফাইলে
জীবন যেন পদ্মপাতায় জল!
প্রিন্টারের কালো কালিতে
ছাপা বিবর্ণমুখ !
উইন্ডো'টা খোলা আছে,
এক ঝরোখা মিষ্টি হাওয়া-
আসে ঐ পথেই।
কি-বোর্ডে আঙুলের আলতো ছোঁয়ায়
ভেসে ওঠে স্ক্রিনে সিক্ত উষ্ণ অধর।
গলায় লিপস্টিকের দাগ
হাই লাইট হয়,
ভেজে মন, ভেসে ওঠে প্রেম।
সিপিইউ'এ তখন
প্রাপ্তির নীরব প্রত্যাশা,
পাসওয়ার্ড দিতেই
সাগর পারে আছড়ে পরে ঢেউ প্লাবিত হয় বাসনাগুলো।
গুটি পায়ে নোনাজল পেরিয়ে
আসে ভার্চুয়াল প্রেম সি-ড্রাইভে;
হৃদয়ের অতলান্তিক গভীরে
বাবুইয়ের মত বাসা বোনে,
ঠাঁই করে নেয়
এন্টি ভাইরাস ফাইলের মত।
সারভারে পুঞ্জীভূত হয় প্রেমিক মন
ঈশান কোনে জমে ওঠে মেঘ,
বৃষ্টিধারায় ভিজতে থাকে
প্রেমিকার স্তন আর নাভি।
তৃষিত প্রেমিক অনুভব করে
ওয়ান জিবি সম্ভোগের তৃপ্তি
নীল জোছনায় ।
প্রেমের অস্তিত্ব আকাশ প্রদীপ হয়, জ্বলে অবকাশে। সুখ হারায় রিসাইকল বিনে।
রিসাইকল বিন
অসীম বিশ্বাস
ব্লগ সংরক্ষাণাগার
🔴বিজ্ঞপ্তি:
এক মাসের সর্বাধিক পঠিত পোস্টগুলি:
বিষয়সমূহ
- অণু কথারা 21
- আবার গল্পের দেশে 8
- উৎসব সংখ্যা ১৪২৭ 90
- একুশে কবিতা প্রতিযোগিতা ২০২১ 22
- এবং নিবন্ধ 3
- কবিতা যাপন 170
- কবিতার দখিনা দুয়ার 35
- কিশলয় সংখ্যা ১৪২৭ 67
- খোলা চিঠিদের ডাকবাক্স 1
- গল্পের দেশে 17
- ছড়ার ভুবন 7
- জমকালো রবিবার ২ 29
- জমকালো রবিবার ৩ 49
- জমকালো রবিবার ৪ 56
- জমকালো রবিবার ৫ 28
- জমকালো রবিবার ৬ 38
- জমকালো রবিবার সংখ্যা ১ 21
- দৈনিক কবিতা যাপন 19
- দৈনিক গল্পের দেশে 2
- দৈনিক প্রবন্ধমালা 1
- ধারাবাহিক উপন্যাস 3
- ধারাবাহিক স্মৃতি আলেখ্য 2
- পোয়েট্রি স্পিকস 5
- প্রতিদিনের সংখ্যা 218
- প্রত্যাবর্তন সংখ্যা 33
- প্রবন্ধমালা 8
- বিশেষ ভ্রমণ সংখ্যা 10
- বিশেষ সংখ্যা: আমার প্রিয় শিক্ষক 33
- বিশেষ সংখ্যা: স্বাধীনতা ও যুবসমাজ 10
- ভ্রমণ ডায়েরি 1
- মুক্তগদ্যের কথামালা 5
- রম্যরচনা 2
- শীত সংখ্যা ~ ১৪২৭ 60
- Poetry speaks 2
যোগাযোগ ফর্ম
Blogger দ্বারা পরিচালিত.
মোট পাঠক সংখ্যা
লেখা পাঠাবার নিয়মাবলী:
১. শুধুমাত্র কবিতা, মুক্তগদ্য অথবা অণুগল্প পাঠাবেন। ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ এবং অন্যান্য বিষয়ক লেখা সম্পূর্ণ আমন্ত্রিত।
২. লাইনের কোনো সীমাবদ্ধতা নেই।
৩. লেখা মেইল বডিতে টাইপ করে পাঠাবেন।
৪. লেখা মৌলিক ও অপ্রকাশিত হওয়া বাঞ্ছনীয়। অন্য কোনো ব্লগ, ওয়েবজিন অথবা প্রিন্টিং মিডিয়ায় প্রকাশিত লেখা পাঠাবেন না।
৫. মেইলে আপনার লেখাটি সম্পূর্ণ অপ্রকাশিত, কথাটি উল্লেখ করবেন।
৬. লেখার সাথে আবশ্যিক ভাবে এক কপি ছবি ও সংক্ষিপ্ত ঠিকানা পাঠাবেন।
৭. লেখা নির্বাচিত হলে এক মাসের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। এক মাসের মধ্যে কোনো উত্তর না এলে লেখাটি অমনোনীত ধরে নিতে হবে।
৮. আপনার লেখাটি প্রকাশ পেলে তার লিঙ্ক শেয়ার করাটা আপনার আবশ্যিক কর্তব্য। আশাকরি কথাটি আপনারা মেনে চলবেন।
আমাদের মেইল-
hridspondonmag@gmail.com
blogger-disqus-facebook
0 Comments