রিসাইকল বিন ~ অসীম বিশ্বাসের কবিতা


রিসাইকল বিন
অসীম বিশ্বাস 

উফ্ আর পারি না !
ল্যাপটপে গোঁজা মাথাটায়
মেমোরি প্রায় ফুল,
অফিসের ওয়ার্ড ফাইলে
জীবন যেন পদ্মপাতায় জল!
প্রিন্টারের কালো কালিতে
ছাপা বিবর্ণমুখ !
উইন্ডো'টা খোলা আছে,
এক ঝরোখা মিষ্টি হাওয়া-
আসে ঐ পথেই।
কি-বোর্ডে আঙুলের আলতো ছোঁয়ায়
ভেসে ওঠে স্ক্রিনে সিক্ত উষ্ণ অধর।
গলায় লিপস্টিকের দাগ
হাই লাইট হয়,
ভেজে মন, ভেসে ওঠে প্রেম।
সিপিইউ'এ তখন
প্রাপ্তির নীরব প্রত্যাশা,
পাসওয়ার্ড দিতেই
সাগর পারে আছড়ে পরে ঢেউ প্লাবিত হয় বাসনাগুলো।
গুটি পায়ে নোনাজল পেরিয়ে
আসে ভার্চুয়াল প্রেম সি-ড্রাইভে;
হৃদয়ের অতলান্তিক গভীরে
বাবুইয়ের মত বাসা বোনে,
ঠাঁই করে নেয়
এন্টি ভাইরাস ফাইলের মত।
সারভারে পুঞ্জীভূত হয় প্রেমিক মন
ঈশান কোনে জমে ওঠে মেঘ,
বৃষ্টিধারায় ভিজতে থাকে
প্রেমিকার স্তন আর নাভি।
তৃষিত প্রেমিক অনুভব করে
ওয়ান জিবি সম্ভোগের তৃপ্তি
নীল জোছনায় ।
প্রেমের অস্তিত্ব আকাশ প্রদীপ হয়,                          জ্বলে অবকাশে।                                                      সুখ হারায় রিসাইকল বিনে। 


কবি অসীম বিশ্বাস 
খারগড়, নভি মুম্বাই, ভারত 

                               
















0 Comments