অনিন্দ্য দত্ত'র দুটি কবিতা
নশ্বর ১
সময়ের সূক্ষ দাগ পড়ে
সুন্দরের মুখের উপরে
একলব্য শিষ্য তার
অবিরাম ধনূর্বিদ্যা অভ্যাস করে
তরুশ্রেণী মেলে পাখা
ভোরের বাতাস হানে চুম
সতত কুন্ডলীকায় প্রাগূষার
আধোভাঙা ঘুম
প্রত্যুষের হিমনীলে,নীরব,নিঃঝুম।
তেল পোড়ে অবিরাম,নিরন্তর উন্মাদ নাচে রাধা
জীবিতের,জীবনের তীক্ষ অক্ষরতালে বাঁধা
বাঁধা পড়ে স্বর্গ মর্ত্য
বাঁধা পড়ে চতুর তস্কর
আরব্য সাগর তীরে
পুড়ে যায় জীবন নশ্বর
নশ্বর ২
পেনসিলের শুভ্রমুখে
সূচিমুখ যন্ত্র এক
কেটে চলে সূক্ষ,তীব্র এক শিষ
সাদা কাগজের নিঃস্বতায়
ধায় যেন লাঙলের ঈষ।
বেদ কার মুনিগন
কয়েকটি নিরেট
বলেছিলেন ঈষের সাথে দিবানিশি
করো বাস
অল্প আঁচে সেঁকে নিও
বলদের ঘি মাখানো পাশ
বলেনি নির্বোধ তারা
একটেরে খাটে শুয়ে
রাত্রিভর,ব্যক্তিগত রকেট ওড়াও
পেনসিল অরণিতে ঘষে ঘষে
নশ্বর জীবন পোড়াও
0 Comments