রবি চরণে ~ বিমল মণ্ডলের কবিতা


রবি চরণে
বিমল মণ্ডল 

আজও তুমি চোখ বুজে অধোমুখে
তুমিহীন এই পৃথিবীর ব্যস্ততার মাঝে 
সারি সারি শবের চিতার কিনারে কিনারে
তোমার প্রতিক্ষায় শব্দের সংগোপন 

রক্তাক্ত নক্ষত্রের নীচে আমাদের ভুল ক্যাম্পাস 
যেখানে অসীমের অনাবৃত হলঘরে 
উপভোগ করি কয়েকটি বারমাস
তোমার কবিতার পরে,তোমার গানের পরে,তোমার ছবির পরে... আরও কত কত সব...

আজ টিকটিক করে ঘড়ির কাঁটা 
সময়গুলো সমুদ্রের মতো উপভোগ্য ব্যথার 
মানুষের  জীবনে - শান্তি, প্রেম,ক্ষমা 
এত কাছে তুমি দিলে প্রগাঢ় সৃজন সহিষ্ণুতা 
তারই পরে নৈবেদ্য সাজাই
গান গেয়ে তোমারই চরণে।

কবি বিমল মণ্ডল 
                 কাঁথি, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ























0 Comments