
অদৃশ্য সিন্দুক
শিবাজী সান্যাল
কিছু কথা থেকে যায় হৃদয়ে,খোদাই পাথরের মত
স্তব্ধ সমাহিত।কখনো একান্তে শান্ত সন্ধ্যায়
যখন পৃথিবী ক্লান্ত সারাদিন শেষে
পাখি খোঁজে স্থান কাটাতে নিশীথ
উন্মুক্ত হয় সে কথা ধীরে ধীরে
উজ্বলতর হয়ে করে অস্থির,কাঁটাতার সম।
অতিবাহিত সময়ের স্রোতধারা সাঁতরে
এসে দাঁড়ায় সমুখে, দুচোখে জিজ্ঞাসা।
এ দায়বদ্ধতার অভিযোগ শুনেছি বহুবার
ভেঙেছে কাঁচের মূর্তি,সে আর্তনাদে খুঁজে পাবে
অনেক কষ্টের কাহিনী,অব্যক্ত,দীর্ঘশ্বাসে চাপা
ভাঙা কাঁচে রক্তের সাক্ষী নিদারুণ
তোলা আছে অদৃশ্য সিন্দুকে।
1 Comments
আমার কবিতা প্রকাশের জন্য সম্পাদককে জানাই আমার বিনম্র কৃতজ্ঞতা।
উত্তরমুছুন