দুটি কবিতায় ~ অরুন কুমার দাঁ


অরুন কুমার দাঁ এর দুটি কবিতা

শীৎকারের সন্নিপাত

এখানে কোনো মেঘ নেই
এখানে কোনো বৃষ্টি নেই
এখানে রোদের ধারাপাত

পাখির কণ্ঠে সুর নেই
সঙ্গমে সহবাস -
শীর্ণকায় শীৎকারের সন্নিপাত।

শিশির পতনের শব্দ

মুখোমুখি গাছের আলোচনা
শিশির পতনের শব্দ -
শিউলির গন্ধমাখা শরীর
নিভৃতে হেঁটে যায় দিগন্তপুরের দিকে...
শেষ ট্রেনের বাঁশির নিঃশ্বাস
বাতাসে আঁকে নিঃসঙ্গতা।


কবি অরুন কুমার দাঁ
ভিড়িঙ্গি স্কুলপাড়া, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান



















0 Comments