জাগলারি
মীরা মুখোপাধ্যায়
হাত থেকে পড়ে গেলো শব্দের জাগলারি
ঝন্ করে। ভালো লাগছেনা, ভালো লাগছেনা এই
শব্দদাস হয়ে সত্রে সত্রে মাধুকরী
বরং বৃষ্টির মধ্যে হেঁটে আসি নলবন দিয়ে
বরং যেটুকু আলো সন্ধ্যাবেলা
মেঘ ভেঙে নেমে আসছে তাই মাখি....
বরং যে কটি ঘাস আজো বাঁচে
দাঁতে নখে লড়ে তাহাদের কাছে বসি
এ বয়সে জাগলারি
ভালো লাগছেনা, আর ভালো লাগছেনা
0 Comments