দুটি কবিতায় ~ অরুণ কুমার দাঁ


অরুণ কুমার দাঁ এর দুটি কবিতা 

ইচ্ছে নদী 

রূপকথা সব ঘুমিয়ে গেছে
ইচ্ছে নদী জাগে -
প্লাবন গ্রাম মেঘের ছায়া
আতরগন্ধ ঢাকে -
জলছবিতে ভাসছে চাঁদ
এমন দৃশ্য দেখে
উঠলো নেচে আধপোড়া গ্রাম
জ্যোৎস্না গায়ে মেখে ।

বাক্স

সবার একটা গোপন বাক্স থাকে-
জমির দলিল
স্মৃতিমাখা কিছু পোস্টকার্ড
অনেক খুচরো পয়সা -
জংধরা কিছু দুঃখ
চকচকে কিছু স্বপ্নআদর
পাঁচ টাকার কয়েন ।

সবাই বহু যত্নে আমৃত্যু
বাক্সটাকে আগলে রাখে। 

কবি অরুন কুমার দাঁ
ভিড়িঙ্গি স্কুলপাড়া, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান

















0 Comments