ডাক্তারের মৃত্যু এবং
শান্তনু গুড়িয়া
ডাক্তাররা যে মানুষ মারে ---
এ-কথাটা আজ পাবলিকে জানে
কিন্তু একজন ডাক্তার কীভাবে মারা যায়
সে খবরে কারও আগ্রহ থাকে না!
কেউ বলে, ডাক্তাররা মানুষ না, দেবতা ---
তাদের আবার মৃত্যু হয় নাকি?
রোগ-শোক তাদের ছুঁতেই পারে না
উল্টে তারাই মনেপ্রাণে মানুষের সর্বনাশ চায়
ঘটিবাটি বিক্রি করা চিকিৎসার নামে
ব্যবসা চালায় --- আমৃত্যু রোগকে জিইয়ে
রাখার পদ্ধতি তারা ভালোমতোই জানে ।
কারো মতে, ডাক্তারের মরণ হয়
তারই মতো অর্থপিশাচ কোন সতীর্থর হাতে।
আবার কারও মতে, মৃত্যু নিকট জেনে
হাইডোজ ঘুমের ওষুধ মদের সঙ্গে মিশিয়ে খেয়ে
ডাক্তার শেষবারের মতো ঘুমোতে যায়।
তাছাড়া ভুল ইনজেকশনে মৃত্যু তো
তাদের নখদর্পণে --- কেউ কেউ বলে।
ভাইরাস প্রাণঘাতী জেনেও
পিছিয়ে যায় না ডাক্তার
অর্থলোভ নাকি এতটাই
কিন্তু বোধহয় সত্যি নয় এগুলোর কোনোটাই।
আদতে ডাক্তারের মৃত্যু যেভাবেই হোক না কেন
তার মৃত্যু নিয়ে কেউ ভাবিত নয় ---
এমনকি রোগীর পরিজনের হাতে কখনো কখনো
ডাক্তারের মৃত্যুর দিনক্ষণ স্থির হয়!
মৃত্যুর পর ডাক্তারের আত্মা কি শান্তি পায় ?
বিদ্বেষ ও প্রতিহিংসার ঘূর্ণাবর্ত পাক খায়
পাক খেতে খেতে একদিন মিশে যায়
ঝরা পাতার দলে
যে নাকি একদা পথে বসিয়েছে কত পরিবারকে
ছলে-বলে-কৌশলে!
0 Comments