এলাডি্ং বেলাডিং ~ অদিতি ঘটকের অণুগল্প


অদিতি ঘটকের অণুগল্প
এলাডি্ং বেলাডিং

এলাডি্ং বেলাডিং সই লো...
মাম্মাম আমি ওদের সাথে খেলতে যাবো? 
বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে থাকা মাধুরী খেয়াল করেনি ছোট্ট তিতির কখন পাশে এসে দাঁড়িয়ে পার্কে বাচ্চাদের খেলা দেখছে। মাথা নাড়তেই দে ছুট। বৌদি...বৌদি....ঠাম্মাকে ওষুধ খাইয়ে দিয়েছি। আমি কিন্তু আজ রাতে আসতে পারব না। 
সে কি রে ! দাদা নেই, তিতিরের ক্লাস টেস্ট...
না বৌদি আজ ম্যানেজ করে নাও। আমার খুব দরকার। মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আজ  সাতটার সময় টাইম দিয়েছে। অখ থেকে ফিরে কখন আসবো বল।
মাধু ও মাধু টিভিটা চালিয়ে দাও না। সমুর সেমিনারটা টেলিকাস্ট করবে বলেছে...
সে এখন কোথায়? রাত এগারোটায়। মাধুরী গলা তোলে।
তাহলে আজ আর আমি ঘুমের ওষুধ খাব না।
আমি রেকর্ড করে রাখব মা। সকালে দেখে নেবেন।
সকাল অবধি অপেক্ষা করতে হবে! 
হ্যাঁ মা--
রাত এগারটার সময় সৌমর সাথে কথা বলার জন্য মাধুরী স্কাইপে অন হয়। ওদের ওখানে সকাল  সাড়ে নটা। সৌম কথা বলছে--মাধু দেখে তন্নিষ্ঠা শর্টস আর স্লিভলেস গেঞ্জি পরে সোফায় বসে পপকর্ন খাচ্ছে।
মাধুর কিছু বলতে সঙ্কোচ লাগছে..
সৌম বুঝতে পেরে বলে, "তন্নিষ্ঠার স্পিচ আছে এই রেডি হবে। পাশের রুমে থাকে।"
মাধুর বুকে পাথর চাপে।
পরদিন দুপুরবেলা রেকর্ডিংটা প্লে করে শাশুড়ির জোড়াজুড়িতে। তিতির অনলাইন ক্লাস শেষ করে ঠামের সাথে একসঙ্গে বসে বাবিনের সেমিনার ভাত খেতে খেতে দেখছে--বলে ওঠে, "মা তানি মাসি তোমার চয়েস করা গোলাপি শাড়িটা পরেছে দেখ ! যেটা বাবিন বলল অনেক দাম !" 
সৌম 'ভায়োলেন্স অন ওমেন ইন ইন্ডিয়ার' ওপর বক্তৃতা দিচ্ছে আমেরিকার ম্যাসাচুসেটস ইউনিভার্সিটিতে
শাশুড়ি হঠাৎ বলে ওঠেন মাধু তুমি কোথায় রেসিডেন্সিয়াল স্কুল টিচারের জন্য এপ্লাই করবে  বলছিলে ?...

লেখিকা অদিতি ঘটক
চুঁচুড়া, হুগলি, পশ্চিমবঙ্গ 






















0 Comments