দুটি কবিতায় ~ তুষার ভট্টাচার্য


তুষার ভট্টাচার্য'র দুটি কবিতা 

শীতলপাটিতে শুয়ে

আর কোনওদিনও হেমন্তের ডাকপিওন নীরবে 
আমার নিকোনো মাটির দুয়ারে এসে ফেলে যাবেনা 
কাঁপা হাতে লেখা ভালবাসার রঙীন খাম;
তবু আমি হলুদ পাতা ঝরা দিনে প্রত্যাশার
অলীক স্বপ্নের ভিতরে জেগে থাকি
শীতলপাটিতে শুয়ে;
জোৎস্নালোকের আল্পনায় 
ওই চাঁদের পাহাড় ডিঙিয়ে আমি
কোনও না কোনওদিন নিয়ে আসবোই
ভালবাসার রঙীন জামা পড়ে 
ময়ূরপঙ্খি নৌকোয় চেপে
স্বপ্নে দেখা সুন্দরী রাজ কন্যেকে
আমার নিরালা মাটির দুয়ারে। 

ভালবাসার স্পর্শ 

নিমগ্ন অন্ধকার রাত্তিরে যূথচারী
স্খলন,নগ্নতা ভাল,
যদি তাতে লেগে থাকে
প্রগাঢ় ভালবাসার
হিরন্ময় স্পর্শটুকু !
'শুধু শরীর,শরীর                                                        মন নাই তোমার কুসুম' ?


কবি তুষার ভট্টাচার্য 
কাশিমবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ 














0 Comments