ওই যে নদী ~ লক্ষ্মণ দাস ঠাকুরার কবিতা


এই যে নদী
লক্ষ্মণ দাস ঠাকুরা

ওই যে নদী জল ভরা অধঃনেত্রে
তাকায় আমার দিকে একবার।
তারপর চলে যায় সাগর সঙ্গমে।
আমার লালিত লাম্পট‍্য গুলো 
ওর বুকে বৃষ্টি হয়ে ঝরে পড়লো।
অমনি আকাশে উঠলো অহংকারী রামধনু 
ছিলা পরাতেই ঠাস করে গালে পড়ল চড়।
কড়্  কড়্ বজ্রপাত,ঝোড়ো হাওয়ার দাপাদাপি 
কালো বরণ মেঘের কোলে বিদ্যুতের আস্ফালন।
মাথার উপর কাকেদের ভিজে 'রা' কা-কা।
'রোদ্দুর তোমার দেখা নাইরে, তোমার দেখা নাই '
বলা মাত্রই নদীর বুক ফেটে জলের ফোয়ারা -
ক্ষুধার্ত মানুষের মুখ বুদ্ বুদ্ হয়ে ঝরে পড়ে।
অবশেষে আমিই নদী হতে চাইলাম 
আমাকে লালকার্ড দেখালো ঈশ্বর 
এখন আমি এক স্মৃতি হারা তৃষ্ণার্ত নদী।

কবি লক্ষ্মণ দাস ঠাকুরা
সুকান্তপল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান













0 Comments