জয়দ্রথ বধে ~ অসিকার রহমানের কবিতা


জয়দ্রথ বধে
অসিকার রহমান 

সাঁঝের আগেই সন্ধ্যাগুলো পায়ে পায়ে
সূর্যের মুখোমুখি দাঁড়ায়, 
: অর্ক তুমি থামো, এগোবে না এক পাও, 
আমরা সন্ধ্যা তবু এখনই আঁধার চাই না
মানুষও চায় না দ্রুত ত্রিসন্ধ্যা নামুক। 

সন্ধ্যার অদূরে দাঁড়িয়ে থাকা রাত্রি বলে,
: অন্ধকার আলো রাত্রি দিন সকাল সন্ধ্যা
সকলের পিতা সূর্যদেব 
ওখানেই আমাদের জন্ম। 
গতিপথে সন্ধ্যা নামছে
সূর্যকে পথ ছাড়ো, যেতে দাও ওর অভিমুখে...

পৃথিবীতে সন্ধ্যেবেলায় সাঁঝ, রাত্রিবেলায় রাত, 
খুন করার জন্যে আর নাটক করে না কেউ —
জয়দ্রথ বধে প্রতিজ্ঞা ভঙ্গ করাও চলে...

কবি অসিকার রহমান
খুজুটিপাড়া, বীরভূম, পশ্চিমবঙ্গ





2 Comments