নির্জন কথাগুলি ~ শ্রীমন্ত সেনের কবিতা


নির্জন কথাগুলি
শ্রীমন্ত সেন

ভিড়ের মধ্যে বেজে ওঠা যে কথাগুলি হারায়—
বার বার তারা ফিরে আসে একাকীত্ব মেখে,
নির্জনে নির্ঘুম রাতে অথবা
কথার পিঠে কথা হয়ে আবছায়া মেখে।
হাতছানি রেখে যায় চৌকাঠে,
নরম আলোয় রেখে যায়
বিবক্ষার আকুতিটুকু।

আকাশ নেমে আসে চুপি চুপি
আলগা ঠোঁটে ছুঁতে,
বাতাস ভাসিয়ে নিয়ে রেখে আসে
সেই আকুতিটুকু তোমার দুচোখে—
তাই না-বলা কথাগুলি
তোমার চোখের নির্জন সৈকতে
বুঁদ হয়ে থাকে খেলায়…

যদি কোনও দিন পড়তে পারি,
নিশ্চয় সাড়া দেব।

কবি শ্রীমন্ত সেন 
২৯//ভাগীরথী লেন, মাহেশ, হুগলী 



















1 Comments