হৃদস্পন্দন

  • Home


  • Download

  • Social

  • Feature


পীযূষ কান্তি সরকারের অণুগল্প 
কল্

সকাল সাড়ে আটটার বাসটা ধরতে পারলে আমার আইটিআই-য়ে ধীরে-সুস্থে পৌঁছতে পারি না-হলে খুব অসুবিধে হয়। যেতে হয় বাজারের উপর দিয়েই। সেদিন রঙচঙে বাইকের পিছনে বাজার চাপিয়ে স্টার্ট দেওয়ার উপক্রম করছিল আভাস। আমায় দেখে ডেকে দাঁড় করিয়ে বলল, " কিরে বেশ তো মাঞ্জা দিয়ে বেরিয়েছিস, তা চাকরি কোথায় পেলি ?"
-- দক্ষিণ কলকাতার একটি আইটিআই-তে আছি। ওয়ার্কশপ ইন্সট্রাক্টর।
-- যাক 'বেকার' নাম-টা ঘুচলো তাহলে ! তোর জন্য কত যে চেষ্টা করেছিলাম ...।
     
তখন একটা প্রাইভেট ফার্মে আছি -- মালিক অরুণ আগরওয়াল। সারাদিন মুখ বুজে কাজ করেও কর্তৃপক্ষের গালাগাল হজম করতেই হত। আভাস সব শুনে ব্যবস্থা করবে কথা দিয়েছিল। ওর একটা খুব পরিচিত কোম্পানির ভিজিটিং কার্ড দিয়ে দেখা করতেও বলেছিল। ইণ্টারভিউ -- নামেই। ম্যানেজার জানিয়ে দিয়েছিলেন 'কল্'  আভাস স্যারের মাধ্যমেই পাঠানো হবে।

একদিন আভাসের সঙ্গে দেখা--সোৎসাহে ম্যানেজারের কথা বলতেই সে বলে উঠল,"আসলে কী জানিস,ওদের এয়ার-কণ্ডিশনড্ মিটিংরুমে যখন আড্ডায় বুঁদ হয়ে যাই,তোর কথা মনেই থাকে না। আসলে তখন তো রঙিন জগতে চলে যাই,বুঝলি না...!"

সাহিত্যিক পীযূষ কান্তি সরকার
উত্তর ব্যাঁটরা, কদমতলা, হাওড়া









শব্দসার 
শ্রীমন্ত সেন 

ঘুমন্ত কিছু শব্দ ঘুমিয়েই থাক
বুকের কোনায়—কিছু কিছু শব্দসন্ধান
ব্যর্থতায় ভরে যাক
শব্দযোনি কবিতারা মৃতবৎসা হোক
সারস্বত শোক
জীবনানন্দে খুঁজে পাক
জ্যোৎস্নাভেজা ভাবের কাব্যলোক

জীবন-ফুঁড়ে-ওঠা রক্ত-ঘাম-ক্লেদ-বিবমিষা
তারই মাঝে পংক্তিভোজে মেটাক
অপূর্ণ জীবনতৃষা
সকালের আলো নিপাতনে সিদ্ধ হোক
বিদ্ধ হোক যত
শব্দসার অর্থের বিড়ম্বনা

কবি শ্রীমন্ত সেন 
২৯/এ/১, ভাগীরথী লেন, মাহেশ, হুগলী













এসকেপিস্ট
মীরা মুখোপাধ্যায়

ঘুমের মধ্যে আমার একটা বদ্বীপ আছে
সেই  বদ্বীপের মধ্যখানে একটা  বাড়ি 
মহুয়া আর কৃষ্ণচূড়ায় পাঁচিল গাঁথা 
ঘুমের মধ্যে বাতাস খেলে অন্ত্যক্ষরী

সারাটা দিন তাইতো আমার এপাশ ওপাশ 
নষ্ট হওয়া, ভ্রষ্ট হওয়া, ভিক্ষে চাওয়া...
সেই ঘুম চাই , মাথা অব্দি, গভীর অতল
যে ঘুম জুড়ে বইতে থাকবে নদীর হাওয়া 

ঘুমের বাইরে কে আমাকে চিঠি দেবে !
ঘুমের মধ্যে ডাকহরকরা বাড়ি চিনে
শিউলি গাছে টাঙিয়ে দেয় শরতসকাল
কাশফুল আর আহির দিয়ে ফি আশ্বিনে

সাজাতে সেই বদ্বীপ আমি কুড়িয়ে বেড়াই
খস্ ,ইত্বর, কাঁচকড়া আর স্বপ্ন তামাম
ইচ্ছে করে সারাজীবন এমনি ঘোরে...
ঘুমের মধ্যে এমনি যদি মরে যেতাম

কবি মীরা মুখোপাধ্যায়
তেলিপুকুর, ডাক শিমুরালী, নদীয়া














শেষ ভয়
বিশ্বনাথ দাস

এই পথে উল্লাস কোনও দিনও উঁকি মারেনি
বাউল শোনায় গান দেবতার নামে সমুদ্র কাহিনী
 
শেষ ভয় আঁকড়ে  আছে  ক্ষীণ  কন্ঠনালী
মুহূর্তে অচেনা হয়ে ওঠে গ্রাম-শহর পয়ঃপ্রণালী 

দৃষ্টি নিয়ে অন্ধ চলা বিস্তৃত তাপ- শোক 
উঠোনে দয়াল নাচে বাতাসে ঘোরে হাঁসের পালক

ঝড় বাদলে যত ভয় শীতেও কম নয়
তারও চেয়ে বেশী ভয় বাতাসে কখন কী হয়!

চারপাশে কানা গলি ঈশ্বর দাঁড়িয়ে মেঠো পথে
হাওয়াতে দোলে মাটি ঢেউ সূর্য ভাঙ্গে হাতে

আদৌ মানুষই নয় দেবতা ভাবছো যাকে 
মানুষ ছাড়া কে বাঁচাবে এই দুর্বিপাকে !

কবি বিশ্বনাথ দাস 
পি-৪৮এ, ঊষা পার্ক, গড়িয়া, কলকাতা 








দিন বদলের ডাক
নিমাই মাইতি

অন্ধকার থেকে আলো এসে ডাকছে।
ঘুম ভেঙে চেয়ে দেখি
মড়কের মাঠ দিকশূন্যপুর ।
সবুজ হাওয়ার স্রোত
খলখল উচ্ছ্বাসে হেঁটে যায়
আমি উঠে বসি ঘরের চৌকাঠে।

এত যন্ত্রনা, এত কান্নার লাভা
কখন হারিয়ে গেছে আমি বুঝতে পারিনি,
ফিরে দেখি এপাড়া ওপাড়ার আপনজনেরা
ভোরের আলোর মতো কলকল ছলছল,
আমার চোখের জল যেন জ্যোৎস্না হয়ে
মাটি ভিজিয়ে দিচ্ছে।

আলোয় ভেসে যাচ্ছে মানুষের মুখ
এ বিশ্ব চরাচর।

কবি নিমাই মাইতি 
খঞ্জন চক, হলদিয়া, পূর্ব মেদিনীপুর











নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

ব্লগ সংরক্ষাণাগার

  • আগস্ট (3)
  • জুলাই (22)
  • জুন (8)
  • নভেম্বর (15)
  • অক্টোবর (5)
  • সেপ্টেম্বর (81)
  • আগস্ট (66)
  • জুলাই (55)
  • জুন (56)
  • মে (57)
  • এপ্রিল (46)
  • মার্চ (15)
  • জানুয়ারী (14)
  • ডিসেম্বর (73)
  • নভেম্বর (103)
  • অক্টোবর (97)
  • সেপ্টেম্বর (101)
  • আগস্ট (120)
  • জুলাই (88)
  • জুন (76)
  • মে (63)
  • এপ্রিল (11)

🔴বিজ্ঞপ্তি:

পাঁচ মাসের বিরতি কাটিয়ে আবার ও ফিরছি আমরা। খুব শীগ্রই আসছে আমাদের প্রত্যাবর্তন সংখ্যা।

অনুসরণ করুণ

এক মাসের সর্বাধিক পঠিত পোস্টগুলি:

  • শেষ শোকসংগীত ~ গোবিন্দ মোদকের কবিতা
  • দুটি কবিতায় ~ গৌতম কুমার গুপ্ত
  • ব্রাত্য ~ বিদ্যুৎ মিশ্র'র কবিতা
  • দাহ ~ পাভেল ঘোষের ছোটগল্প
  • আঁচল ~ অভিনন্দন মাইতির কবিতা
  • গুচ্ছ কবিতায় ~ অসীম মালিক
  • সুমিত রায়ের গল্প
  • সে প্রেম পবিত্র~ প্রেমাংশু শ্রাবণের কবিতা
  • সুব্রত মাইতির কবিতা
  • তিনটি কবিতায় ~ রাগীব আবিদ রাতুল

বিষয়সমূহ

  • Poetry speaks 2
  • অণু কথারা 21
  • আবার গল্পের দেশে 8
  • উৎসব সংখ্যা ১৪২৭ 90
  • একুশে কবিতা প্রতিযোগিতা ২০২১ 22
  • এবং নিবন্ধ 3
  • কবিতা যাপন 170
  • কবিতার দখিনা দুয়ার 35
  • কিশলয় সংখ্যা ১৪২৭ 67
  • খোলা চিঠিদের ডাকবাক্স 1
  • গল্পের দেশে 17
  • ছড়ার ভুবন 7
  • জমকালো রবিবার ২ 29
  • জমকালো রবিবার সংখ্যা ১ 21
  • জমকালো রবিবার ৩ 49
  • জমকালো রবিবার ৪ 56
  • জমকালো রবিবার ৫ 28
  • জমকালো রবিবার ৬ 38
  • দৈনিক কবিতা যাপন 19
  • দৈনিক গল্পের দেশে 2
  • দৈনিক প্রবন্ধমালা 1
  • ধারাবাহিক উপন্যাস 3
  • ধারাবাহিক স্মৃতি আলেখ্য 2
  • পোয়েট্রি স্পিকস 5
  • প্রতিদিনের সংখ্যা 218
  • প্রত্যাবর্তন সংখ্যা 33
  • প্রবন্ধমালা 8
  • বিশেষ ভ্রমণ সংখ্যা 10
  • বিশেষ সংখ্যা: আমার প্রিয় শিক্ষক 33
  • বিশেষ সংখ্যা: স্বাধীনতা ও যুবসমাজ 10
  • ভ্রমণ ডায়েরি 1
  • মুক্তগদ্যের কথামালা 5
  • রম্যরচনা 2
  • শীত সংখ্যা ~ ১৪২৭ 60

Advertisement

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.

মোট পাঠক সংখ্যা

লেখা পাঠাবার নিয়মাবলী:

১. শুধুমাত্র কবিতা, মুক্তগদ্য অথবা অণুগল্প পাঠাবেন। ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ এবং অন্যান্য বিষয়ক লেখা সম্পূর্ণ আমন্ত্রিত। ২. লাইনের কোনো সীমাবদ্ধতা নেই। ৩. লেখা মেইল বডিতে টাইপ করে পাঠাবেন। ৪. লেখা মৌলিক ও অপ্রকাশিত হওয়া বাঞ্ছনীয়। অন্য কোনো ব্লগ, ওয়েবজিন অথবা প্রিন্টিং মিডিয়ায় প্রকাশিত লেখা পাঠাবেন না। ৫. মেইলে আপনার লেখাটি সম্পূর্ণ অপ্রকাশিত, কথাটি উল্লেখ করবেন। ৬. লেখার সাথে আবশ্যিক ভাবে এক কপি ছবি ও সংক্ষিপ্ত ঠিকানা পাঠাবেন।  ৭. লেখা নির্বাচিত হলে এক মাসের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। এক মাসের মধ্যে কোনো উত্তর না এলে লেখাটি অমনোনীত ধরে নিতে হবে। ৮. আপনার লেখাটি প্রকাশ পেলে তার লিঙ্ক শেয়ার করাটা আপনার আবশ্যিক কর্তব্য। আশাকরি কথাটি আপনারা মেনে চলবেন। আমাদের মেইল- hridspondonmag@gmail.com
blogger-disqus-facebook

শান্তনু শ্রেষ্ঠা, সম্পাদক

আমার ফটো
পূর্ব বর্ধমান, India
আমার সম্পূর্ণ প্রোফাইল দেখুন

সাম্প্রতিক প্রশংসিত লেখা:

সুজিত রেজের কবিতা

সুজিত রেজের কবিতা

চন্দ্রানী গুহ রায়ের কবিতা

চন্দ্রানী গুহ রায়ের কবিতা

দাহ ~ পাভেল ঘোষের ছোটগল্প

দাহ ~ পাভেল ঘোষের ছোটগল্প

আঁচল ~ অভিনন্দন মাইতির কবিতা

আঁচল ~ অভিনন্দন মাইতির কবিতা

কবি সুধাংশুরঞ্জন সাহার কবিতা

কবি সুধাংশুরঞ্জন সাহার কবিতা

হৃদস্পন্দন ম্যাগাজিন

© হৃদস্পন্দন ম্যাগাজিন। শান্তনু শ্রেষ্ঠা কর্তৃৃক পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত থেকে প্রকাশিত।

Designed by OddThemes | Distributed by Gooyaabi Templates