🐦সে পাখিটি আর নেই 🐦



🔰নিজামুদ্দিন মণ্ডল 🔹বারুইপুর,বীরভূম 🔹 


🔵ছানা ফেলে পাখি উড়ে গেছে বহুদিন
শূন্য খাঁচা
সে পাখিটি আর কোনোদিনও ফিরবে না
আজও খাঁচা নাড়িয়ে দেখি-
সত্যিই কি পাখিটি নেই !

ভিতর থেকে হাহাকার চিৎকার করে ওঠে
ব'লে চুপ কর,
আমি ক্ষান্ত হই
তারপর আস্তে আস্তে খাঁচাটিকে ভুলে যাই
জল-দানা কিছুই দিই না
ওই খাঁচায় অনেকে আসে যায়
শুধু পাখিটিই নেই
সে উড়ে গেছে অনন্ত ঠিকানায়...

1 Comments