✍অদ্রিজা মণ্ডল🔹আলিশা,পূর্ব বর্ধমান🔹
🔰একটা হাত ধরতে চেয়েছিলাম
আর খুঁজেছিলাম একটা সিঁড়ি
হঠাৎ আড়মোড়া ভেঙে চলতে শুরু করলো
যে মালগাড়িটা
জানেনা গন্তব্যে পৌঁছাবে কী না
উদ্দেশ্যহীন নিত্যযাত্রী মন ঘুরে মরে ভুলভুলাইয়ায়
পটপরিবর্তনের খেলায় আর আরোপিত গুরুত্বে
বিভ্রান্ত যৌবন
দেবদূত বদলে যায় করাল দানবে
সিঁড়ির শেষে দেখতে চেয়েছিলাম সূর্য
পোড়া মন,মনের ঘরে আজো ধাপ খোঁজে
ত্রৈরাশিকের অঙ্ক
2 Comments
খুব ভাল কবিতা
উত্তরমুছুনপরম প্রাপ্তি আমার
মুছুন