☘ যদি ☘




📚ডা: তারক মজুমদার🔹উত্তর ২৪ পরগণা🔹




🔰ঘুমন্ত হায়না আসে
কাঁচের পাত্রে ।
তার দাঁতে চোখে
কুয়াশার প্রলেপ দিয়ে
আমি ছুটতে থাকি----।
যে পথে কাল তুমি আসোনি ।
যদি আজ ভুল করে আসো
তুমি আর আমি
মুখোমুখি মৃত্যু উপত্যকায়-----।

0 Comments