ꘐ আলো অন্ধ রাতে ꘐ


    
✍বিকাশ চন্দ🔹পূর্ব মেদিনীপুর🔹
                      
            


🔰নীরব প্রার্থনা বোঝেনি তেমন শালগ্রাম শীলা
হাতে হাত চিরস্থায়ী ঠোঁটে ঠোঁট অধরা স্পন্দন, 
হয়তো বুঝে ছিল উন্মুক্ত কাল নিভৃত উপত্যকায়---
নক্ষত্রের গতি বোঝা ভার তবুও ডুবে যাই বালুকা বেলায়। 

এফোঁড়ওফোঁড় অলঙ্করনে সাজো নক্সিকাঁথা---
তবুও এক সময় সকলে বুঝে যায় সকল পরিধি জীয়ন্তে মরণ,
সেই সব আদি কাল অনন্ত বৈভব অধরাই থাক---
তবুও দিনের পরিণতি সান্ধ্য বাসরে বেজে ওঠে শাঁখ। 

জীবনের রাগ রোষ বহুবার দেখেছে উড়ে চলা ধূলো ছাই
আঙুল ছোঁয়া শিশুরা তবু চেপে ধরে প্রাণের ভরসা,
হয়তো বা এমনই ঘটে সচেতন স্বভাব অপরাধ----
কখনও নষ্ট হয়নি কোন অকাল নক্ষত্র দোষের বিলাপ। 

দাও মুক্তি নাও মুক্তি এভাবেই বাঁধনে বিশ্ব চরাচর,
অবসৃত জীবন কাল কেউ ধরে বসে নেই প্রভুর সাধনা--
গৌরীপট ছুঁয়ে আসে কত শত প্রতিমার হাত, 
তবুও বিচ্ছিন্ন সময় কখনও তো ফিরে দেখা আলো অন্ধ রাত।

0 Comments