⎠⎠ ফিরে আসার গান ⎝⎝





                       🔰গোবিন্দ  মোদক🔸নদিয়া🔸


꩜ রোদপোড়া বৈশাখের কোনও এক দিনে
চলে যাবো অজানায় পথ চিনে চিনে,
একখানি মেঘ হয়ে আসবোই ফিরে 
চিনবে না তখন তো মেঘেদের ভিড়ে।

ভেজা ভেজা বৃষ্টিতে কোনও বরষায়
চলে যাবো বহু দূরে মন যা চায়, 
ফিরে আসবো একদিন  নেই কোনও ভুল
হয়তো বা হবো আমি কোনও কাশফুল।

মেঘমুক্ত শরতের কোনও এক রাতে
মন যদি চায় খুব কোথাও হারাতে,
চলে যাবো বাঁশি নিয়ে দূর বহুদূর 
কান পেতে থাকো যদি শুনবে সে সুর। 

হিম ঝরা কোনও এক পৌষালি ভোরে 
ভেসে যাবো বহুদূরে ভাবনায় চড়ে, 
পাতা ঝরা বনতলে লিখে রেখো নাম
পাঠাবো তোমায় আমি রঙিন সে খাম।

তারপর ফুল ফোটা কোনও ফাগুনেতে,
ঠিকানা বিহীন হবো পথে যেতে যেতে, 
ফিরে ঠিক আসবোই কোনও এক দিন
তোমার কাছে যে আছে জন্মের ঋণ !!

0 Comments