📚 পরেশ নাথ কোনার🔺 দুর্গাপুর🔺
🔴এখনও সম্পূর্ণ বধির হইনি
চারিদিকে এত ঢাকের আওয়াজ তবু ও !
দূর থেকে ভেসে আসে বোবা কান্না
কান পেতে শুনি ।
সেই জলপাইগুড়ি চা বাগান থেকে
শালবনি,দীর্ঘ এ পথ।
ওরা তো তাই করতো,এক একটি কাঠ সিঁড়ি ভেঙে উপরে ওঠে,কান ফাটা সেই ঢাকের আওয়াজ।
ক্লান্তিকর পথচলা রাধানগর থেকে ব্রিস্টল।
হুগলি নদী ধুতে পারে নি কোন কিছু,
আজ ও চিতা জ্বলে পেটে।
দীর্ঘ দিনের ফেলে আসা রাস্তার অবহেলায়
উঠে গেছে ছালচামড়া।
মরচে ধরা গাড়ি পথ মধ্যে পড়ে আছে মুখ থুবড়ে। এলোমেলো পথ।
পথের দুধারে শালুকের থোড় আর লম্বা লম্বা শাল গাছ।
শাল গাছের নিচে উই ঢিপি।
উই ঢিপির নিচে জন্ম নিচ্ছে হাজার হাজার ক্ষুধার বারুদ।
এত সবুজের সমারোহ তবু কী অন্ধকার !
আমার হাতের তালুতে পূর্ণিমার চাঁদ
ঠিকরে পড়ে আলো আমার আরাম বিছানায় ।
0 Comments