ᯤ খুকুর বায়না ᯤ



              ꩜পরেশ নাথ কোনার🔸দুর্গাপুর🔸



🔰আমার ছোট্ট খুকুমণি
বাড়িয়ে দিয়ে হাত দু খানি
জড়িয়ে ধরে গলা,
বললো গালে চুমু খেয়ে
নিয়ে চলো রথের মেলা।

মেলা থেকে কিনবো না আমি
কানের দুল,রঙিন কাচের চুড়ি,
কিনবো আমি দাদার মতো
বন্দুক আর গাড়ি।

খুকির কথা শুনে
বললো আমার ঠাম্মা,
এখন থেকে শাসন করো
আলগা দিয়ো না।

মেয়ে মানুষ কিনবে হাঁড়ি
থালা বাসন বটি খুন্তি কড়াই,
বন্দুক দিয়ে হবেটা কী
করবে সে কী লড়াই ?

ছেলে মানুষ ঘরের কাজ
এইতো মেয়েরা করে,
দিনে দিনে হলোটা কী, 
লজ্জা শরম গেছে একেবারে হেরে ।

সেদিন আর নেই যে ঠাম্মা
গেছে সেকাল বয়ে ,
ভালবাসায় নেই কোন ভেদ
ছেলে কিম্বা মেয়ে ।

বিভেদ ভুলে যদি করো
ছেলের মতো যতন,
দেখবে সেদিন চক্ষু মেলে
এই খুকিই হবে তোমার কন্যা রতন





0 Comments