চাওয়া-পাওয়া









   ডাঃ নীলাঞ্জন চট্টোপাধ্যায়🔹
কলকাতা🔹




চাওয়ার হাত তো বাড়তেই থাকে, 
চাওয়ার হাত তো বাড়তেই পারে
বেড়ে যায় -
সেই হাতটা বাড়িয়ে রাখবার সময়
বাড়ানো হাতের উৎসকে খেয়াল করতে হয়,
যেখানে সেই বাড়ানো হাতটা রাখা হচ্ছে
সেই মাটির কি আছে বাড়ানো হাতের ভর নিতে পারবার মত কলেবর !
সেই মাটি  যদি নুইয়ে যায় সামর্থ্যের দীনতায়,
ফুটিফাটা হয়ে যায়,
দীর্ণ মনের বাঁধভাঙা অশ্রু যদি ভাসিয়ে নিয়ে যায় তাকে
নদীর ভাঙনের মতো,
তার নীল আকাশ ছেঁয়ে ফেলে দেয়,আশঙ্কার কালো মেঘে,
তবে সেই  মাটি কি পারবে বাড়িয়ে দেওয়া সেই শূন্য হাত পূর্ণ করে দিতে !
অথবা সেই মাটি যদি হয় অনিচ্ছুক,
তার ভাণ্ডারকে যদি সে উপুড় করতে না চায়
বাড়ানো হাতের তালু,পূর্ণ হতে পারেনা।
পছন্দের চাওয়া যে তখন অলীক স্বপ্নই হয়ে থাকে।। 

                      ডা: নীলাঞ্জন চট্টোপাধ্যায়

1 Comments