অভিজিৎ দাসকর্মকার এর দুটি কবিতা






অভিজিৎ দাসকর্মকার🔹বিষ্ণুপুর, বাঁকুড়া🔹




উত্তর প্রকোষ্ঠ


ঘাসের আটপৌরে আলিঙ্গন । পরিপাটি ।
সমাজিক উষ্ণীয় অবস্থা ।

অ-সাধারণ সুন্দর শিশিরের ফিৎরতে শরীরখেলা---

আজান ডাকা সুবহ রেহেল থেকে ঝরে পড়ে শব্দ । শব্দ ধর্মহীন, কুলহীন । শুধু উচ্চারণের বিশেষণে পিছলে যায় । পর্দানসিন ভিতরের দীঘল স্বপ্নগুলো ।

তসবিহ্ র দানায় বিসমিল্লাহ... 

তবুও
আঙুল জুড়ে শব্দকিশোরের নৃ-কঙ্কাল । যতই ডেটলগন্ধি বাক্য আওড়াও ।
অত্যুহার আ-ঘ্রাণে বের হয় শ্রাবণী জল---

হে পরওয়ারদিগার---
তুমি কি আমৃত্যু মুখগুঁজে শরীয়ত মুখস্থ করবে?
তাকাও । ভাই জ্বলছে । নাগরিকের মৌলিক বক্তব্য চেপে ধরছে ।
    শান্ত স্নানবিন্দুরা বিবর্তিত বাহুবলি---
এবার, উত্তর দিকের প্রকোষ্ঠে তোমার নাম আছে,  
আদি দেব, মুহম্মদ----



২০১৮ সালের অণুদর্শন 


যে স্বচ্ছ কাঁচটি সোহাগী ভেবেছিল জলপ্রপাতকে...

গণ-প্রজাপতিরা দেহকোষে অবরোহণ করছে সমস্ত বুধবারের বিকেল জুড়ে । 
জানালার সিক আর বেকসুর খালাস পাওয়া মালকোষী আলো ইলাস্ট্রেট করেছে জলরঙের দুরন্তপনা---

হাতে ১-কাপ লিকার চা। টোলপড়া ভেসজ বাতাস। হ্যালোজেনেটেডে রাস্তার এপাড় থেকে ওপাড় নিঃসঙ্গ ঢলে পড়ছে আদরিনী নদীকোলে। 
 তখনও রেটিনার নজর ক্যান্টিনেই বসা---

আজ মনের গোচরে অনুসন্ধানও ভিজে যায় কুয়াশার 
অণু-সংলাপে এবং 
প্রযুক্তি শব্দের হাতধরে এগিয়ে চলে ২০১৮ সালের অণুদর্শন...

0 Comments