সুনন্দ মন্ডলের কবিতা

    
            ‎      


      সিনেমা ও আমরা

আঁধার ঘরের প্রতিটা কোণায় সংসার পাতে অব্যক্ত কথারা,
বিষণ্ন গালে নেমে আসে নির্মাণের সংলাপ।
প্রস্তুতির পর্যায়ে বাঁধ ভাঙা জলের স্রোত,
ভিডিও কলিং কিংবা ভয়েস, যাইহোক
প্রযুক্তির ও আমাদের উপহার এই প্রজন্মের ঘুড়িতে।

একটা সময়ের গন্ডী কেটে বেরিয়ে এসেছি আমরা।
সত্যজিৎ কিংবা তরুণ মজুমদার, 
আর ওই হরনাথ চক্রবর্তী, প্রভাত রায় প্রমুখের দিনলিপি শুনতে শুনতে প্রহর গোনা সমাজের নির্জনতার প্রচ্ছদ।
উত্তম-সুচিত্রা, ভানু কিংবা অনুপ-রবি-চিন্ময়ের রসায়ন দেখে মুগ্ধ আমজনতা।

কিন্তু আজ, আজকের শৈশব থেকে বার্ধক্য
প্রতিটি স্তরেই সাজানো,
আধুনিকতার মোড়ক।

আমরা আধুনিক, জগত আধুনিক, 
সমাজ আধুনিক, আধুনিক সিনেমাও।

তারই মাঝে মাথা চাড়া দিয়ে ওঠে
কিছু ব্যোমকেশ সিরিজ কিংবা কাকাবাবু! 
অসাধারন অভিনয় ও দক্ষ পরিচালনায় গড়ে ওঠে শিল্পত্ব,
যা কোনো কালেই, কোন আধুনিকতাতেই এসব বাদ যাবে না !

অন্তর তীব্রতায় যতই শৈবাল কিংবা ছত্রাক থাকুক!
যতদিন বাঙালি থাকবে, বাঙালির প্রাণ থাকবে,
ততদিন আপামর বাঙালি সিনেমা দেখবে।

তবে হ্যাঁ ভালো সিনেমা হতেই হবে!
বাণিজ্যিক ছবির বাইরে নতুন ভাবনা, নতুন সম্পদ!
যা বিশ্বের দরবারে, নগ্ন চিত্রের দ্বারে ঝাঁকুনি দিয়ে উঠবে।

                কবি সুনন্দ মণ্ডল 
                                কাঠিয়া, মুরারই, বীরভূম



0 Comments